বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১

আমতলীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮০টি ল্যাপটপ বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৪, ১৯:৫৫
ছবি-যায়যায়দিন

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ৪০জন গ্রাফিক্স ডিজাইনার, ২০ জন ওয়েভ ডেভেলপমেন্ট ও ২০জন ডিজিটাল মার্কেটিংসহ মোট ৮০জন নারীর মধ্যে ৮০টি ল্যাপটপ বিতরণ করা হয়।

ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে এ ল্যাপটপ বিতরন করা হয়। উপজেলা প্রশাসন এবং আমতলী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এক উদ্বোধনী সভার আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তার তিলা জুথি, তথ্য যোগাযোগ প্রযুক্ত অধিদপ্তর আমতলীর সহকারী প্রোগ্রামার মো. ফায়জুল হক আরিফ, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামর জায়েদ হোসেন, তন্ময় সিকদার, সাংবাদিক মো. জাকির হোসেন ,প্রশিক্ষনার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে