পাহাড় ধ্বসে রাস্তা পরিস্কারে কাজ করছে ভিডিপির সদস‍্যরা

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ১৯:৫০

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

গত কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের ফলে রাঙ্গামাটিসহ নানিয়ারচর উপজেলায়  চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়  ভিডিপিকে কাজ করতে দেখা গেছে।

উপজেলার বুড়িঘাট ১নং টিলায় পাহাড় ধ্বস আর দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে ভিডিপির উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শুরু করেছে।  

উপজেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত  তথ্য সংগ্রহ করতে  দুর্যোগ মোকাবেলার জন্য কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা আনসার ও ডিভিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ জানান, নানিয়ারচরে অনেক জায়গায় ছোট বড় পাহাড় ধ্বসে রাস্তা ব্লকের ঘটনা ঘটেছে। এসব এলাকায় উদ্ধারসহ যোগাযোগ অনুন‍্যত রাখতে আমাদের সদস‍্যরা কাজ করছে।

এদিকে পাহাড় ধ্বস ও ভারি বর্ষনে  বর্ষনের ফলে নানা পেশার মানুষের আশ্রয়কেন্দ্র অবস্থান করার ফলে দৈনিক কাজকর্ম বন্ধ রয়েছে, ক্ষুদ্র ঋণ কিস্তি প্রদানে বিপাকে পড়েছে মানুষজন, এলাকাবাসী ঋণের কিস্তি আদায়ে সাময়িক বন্ধের দাবী জানিয়েছেন।

যাযাদি/ এম