বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

চৌহালীতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ, দুজনের বিনাশ্রম কারাদণ্ড  

চৌহালী (সিরাজগঞ্জ)  প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ১৯:৩৮
ছবি-যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালীতে ডিগ্রি পাস পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সোমবার (১ জুলাই ) দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ দণ্ডাদেশ দেন। চৌহালী এসবিএম এলাকা পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টাকালে উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের ওমর ফারুক (২১) কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিন ও উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মোছা: মমতাজ পারভীন (৪৫)কে ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, উপজেলার চৌহালী এসবিএম এলাকায় পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টাকালে ওই দুজন ব্যক্তিকে নকলসহ হাতেনাতে ধরা হয়।

পরে তাদের নিকট নকল সরবরাহের উপকরণ পাওয়া যায় এবং তারা অপরাধ স্বীকার করেন। এ সময় একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, নকল প্রতিরোধ ও কেন্দ্রের ভেতর এবং বাইরের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান।

উল্লেখ্য, চলমান ডিগ্রি পাস হিসাববিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষায় চলাকালে এমন ঘটনা ঘটে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে