বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

গোলাপগঞ্জে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ১৮:৪৭
ছবি-যায়যায়দিন

সিলেটের গোলাপগঞ্জে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। গ্যাস ফিল্ডে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকরি দিতে হবে। গ্যাসকূপ সংলগ্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উত্তোলনে সমস্যা সমাধান করে দিতে হবে৷ প্রতি বছর বন্যার কারণে উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়৷ যার মূল কারণ সুরমা ও কুশিয়ারা নদী খনন না করা। যার কারণে মানুষের কোটি কোটি টাকার ক্ষতি হয়। তাই সুরমা ও কুশিয়ারা নদী খনন, ভাঙন রোধে বাঁধ নির্মাণ, বন্যা মোকাবেলায় দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক রুহিন আহমদ খান, সদস্য সচিব আব্দুল লতিফ সরকার, পৌর কাউন্সিলর ফারুক আলী, সাবেক কাউন্সিলর জামাল আহমদ জালাল, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, জাহির উদ্দিন, মাহমুদুল মোস্তফা, মাছুদুর রহমান চৌধুরী, মুহাম্মদুল মোস্তফা, চয়ন চন্দ্র চয়ন, তাহেল আহমদ, হাবিল আহমদ, চান্দ মিয়া, নাজিম উদ্দীন, হোসেন আহমদ, সিদ্দেক আলী, আফছর আহমদ, আব্দুল কাদির, ফজলুর রহমান, রুমেল আহমদ, মিলাদ আহমদ, সাইদুর রহমান, আব্দুল কাদির প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে