বুড়িঘাটে ভারি বৃষ্টিতে রাস্তা পরিষ্কারে এগিয়ে এসেছে ইয়ুথ ক্লাব ও স্পটিং ক্লাব

প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ১৮:৩৩

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

বুড়িঘাটে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নর ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই) দুপুরে নানিয়ারচরের বুড়িঘাটের ১৬নং টিলা নুরুর দোকানের সামনের রাস্তা ও পুলিপাড়া বলিরবাগানের পাহাড় ধ্বসে রাস্তা ব্লক হয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িঘাট ৬নং ওয়ার্ডের ইউপি সদস‍্য মো: মিজানুর রহমান ।তিনি জানান,ভারি বৃষ্টিতে রাস্তা ধ্বসের ফলে বুড়িঘাট সড়ক ব্লক হয়ে গেলে  রাস্তা পরিস্কার করেতে এগিয়ে এসেছে ইয়ুথ  ক্লাব ও স্পটিং ক্লাব।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান জানান, প্রশাসনের সাথে আমাদের জনপ্রতিনিধিরা সর্বাত্বক কাজ করছে,বুড়িঘাটের আশপাশে একটি স্থানের রাস্তা  ধ্বসের খবর পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন ভারি বর্ষনে জনসাধারণকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে আমরা মাইকিং প্রচারণা করে যাচ্ছে।

এছাড়া উপজেলা চারটি ইউনিয়নে ৮টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।এদিকে উপজেলা প্রশাসনের সাথে সামাজিক সংগঠনের কিছু  কর্মীকে পাহাড় ধ্বস ও রাস্তা পরিস্কারে সহযোগিতা করতে দেখা গেছে।

যাযাদি/ এম