বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

বাঁশখালীতে কৃষকের মাঝে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ১৮:১০
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩'শ দরিদ্র ও নিম্নবিত্ত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এসব বীজ-সার ও চারা বিতরণ করা হয়। এ সময় জনপ্রতি কৃষক কে ৫ কেজি আমন ধানের উফশী বীজ, ১০ কেজি ড্যাপ স্যার ও ১০ কেজি এমওপি সার প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়।

এছাড়াও ১ হাজার কৃষকের মাঝে ৫ হাজার নারিকেল চারা বিতরণ প্রোগ্রাম উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর ইসলামের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে