বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

সীতাকুণ্ডে পরীক্ষা উপলক্ষে ফ্রি বাস উদ্বোধন  করলেন ইউএনও রফিকুল ইসলাম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ০৯:২১
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এইচ.এস.সি,এইচএসসি(বিএম)ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে রোড লাইট ফ্রি বাস সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে ফ্রি বাসের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম.রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং সদস্যবৃন্দ। এদিকে ফ্রি বাস সার্ভিস উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, মূলত সীতাকুণ্ড উপজেলা ভৌগলিক অবস্থানের কারণে ৪৫ কিমি.একটি হাইওয়ে অবস্থিত। এই হাইওয়েতে সিএনজি অথবা অটোরিক্সা চলাচল নিষিদ্ধ।

তাই ৪৫ কিমি.দীর্ঘ একটি উপজেলাতে শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে যেতে প্রায় সময়ে যানবাহনের সমস্যার সম্মুখিন হতে হয় তাদের। পরীক্ষা চলাকালীন সময়ে সকাল সাড়ে ৮টা হতে উপজেলার দুই প্রান্ত থেকে দুটি বাস ছাড়া হয়। শিক্ষার্থীবৃন্দ এই বাস দুটি ব্যবহার করে তাদেরে যার যার পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে সক্ষম হবে।

অপরদিকে অনুষ্ঠানে উপস্থিত সীতাকুণ্ডবাসী উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে