মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

বিএনপির সমাবেশে পদপ্রত্যাশীদের শোডাউন

যাযাদি ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ২১:৪০
আপডেট  : ২৯ জুন ২০২৪, ২১:৪৬
ছবি: যায়যায়দিন

নয়া পল্টনে বিএনপির সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদলের পদপ্রত্যাশী নেতাদের শোডাউনের দিকে নজর ছিল সবার।

আলোচনায় থাকা সাবেক যুব ও ছাত্রনেতা নেতাদের মধ্যে সাইফুল আলম নীরব, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না, এস এম জাহাঙ্গীর, রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান ভূইয়া পিংকু, আকরামুল হাসান বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশস্থলে আসেন।

এছাড়া সাবেক মহানগর নেতাদের মধ্যে রফিকুল আলম মজনু, আমিনুল হক, এম কফিল উদ্দিন আহমেদ, এজিএম শামসুল হকের মিছিলগুলো ছিল চোখে পড়ার মতো।

এসব নেতাদের প্রায় সবাই আছেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং যুবদলের শীষ পদের জন্য আলোচনায়। এছাড়া পদ প্রত্যাশীদের আলোচনায় থাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন দেশে না থাকলেও তার অনুসারীরা বরাবরের মতো সবচেয়ে বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

পদ পাওয়ার আলোচনায় থাকা এসব নেতারা সমাবেশে তার অনুসারীদের নিয়ে সব কর্মসুচীতেই বড় শোডাউন করে থাকেন।

কিন্তু এবা ছিল অন্যবারের তুলনায় ব্যাতিক্রম। সকাল থেকেই তাদের আনা মিছিলগুলোতে থাকা নেতাকর্মীরা শেষ পর্যন্ত সমাবেশস্থলে অবস্থান করে।

তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেয়। নেতা-কর্মীদের কেউ কেউ মাথা লাল ফিতা ও লাল-সবুজ ক্যাপ পড়ে থাকতে দেখা গেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে