মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

হাকিমপুরে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২৯ জুন ২০২৪, ২১:৩৭
আপডেট  : ২৯ জুন ২০২৪, ২১:৪৬
ছবি-যায়যায়দিন

দিনাজপুরের হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লিখে রোগি দেখা ও তাদের প্রেসক্রিপশন করে দেওয়া এবং ফি নেওয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৯ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

তিনি বলেন, মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলর আইন ২০১০ এর (২৯) ধারায় নুন্যতম এমবিবিএস অথবা বিসিএস ডিগ্রি না থাকলে কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এছাড়াও প্রেসক্রিপশন লিখা কিংবা ফি নেওয়া যাবে না।

অপরাধী শফিকুল ইসলাম কোন ডিগ্রি ধারী ডাক্তার নই। সে তার প্রেসক্রিপশনে নামের আগে ডাক্তার লিখা এবং রোগি দেখার ফি নেওয়ার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে