মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

ঘাটাইলে বনের গাছ কাটার সময় ফাঁকা গুলি বর্ষণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৯ জুন ২০২৪, ১৯:৫৫
ছবি-যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ধলাপাড়া রেঞ্জের আতায় ঝড়কা বিটে রাতের আধারে মুল্যবান র ৪০টি আঁকাশমনি গাছ কাটার সময় আটক করেছে বণ বিভগের কর্মকর্তারা ।

এ সময় দুই রাউন্ড ফাকা গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। আটককৃত গাছের আনুমানিক মুল্য দুই লক্ষাধিক। শনিবার দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে ও ঝড়কা বিট কর্মকর্তা হেলাল উদ্দিন জানান উপজেলা টাঙ্গাইলের বন বিভাগ কতৃক জরিপ অনুযায়ী ধলাাড়া রেঞ্জের অধিনে বটতলী, ঝড়কা, চৌরাসা, দেওপাড়া, ধলাপাড়া, সাগরদিঘী নামে ৬টি বিট রয়েছে।

যেখানে বণের পরিমান ২৫হাজার ৭৮৫একর। এই বণভুমিতে শাল,গজারী,সেগুন ,সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

শনিবার (২৯ জুন) বণদস্যু হালিম ও তার দল বল নিয়ে ৪০টি গজারী গাছ কাটেন। গোপন সংবাদের ভিত্তিতে আমারা আঁকাশমনি বাগানে গিয়ে দুই রাউ্ড ফাকা গুলি বর্ষণ করি সংঘবদ্ব চোরের দল গাছ রেখে পালিয়ে যায়। এ সময় টাঙ্গাইল হ ১১২৮৩০ নম্বররের একটি মোটন সাইকেল ফেলে রেখে যায়।

এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জের আওতায় বটতলী ও ঝড়কা বিটের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান আমারা গাছ এবং মোটর সাইকেল আটক করেছি ।পরবর্তীতে সংঘবদ্ব বণদস্যুদের আ্ইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে