সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

জগন্নাথপুরে রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৮ জুন ২০২৪, ২০:৩৭
আপডেট  : ২৮ জুন ২০২৪, ২১:২৩
ছবি-যায়যায়দিন

উজানের নেমে আসা পানিতে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় পানিবন্দি হয়েছিল শতশত পরিবার। ধীরগতিতে পানি কমলেও বন্যার্ত মানুষের ভোগান্তির শেষ নেই। এসব পানিবন্দি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর প্রয়োজনিয়তা মনে করে তাহাদের সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব।

শুক্রবার (২৮জুন) রানীগঞ্জ ইউনিয়নের ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি পরিবার গুলোর মধ্যে তিন ধাপে ত্রাণ বিতরণের সময় ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপদেষ্টা সদস্য রাজিব তালুকদার, গোলাম সারোয়ার, মিলান ফ্যাশনের পরিচালক আব্দুস সামাদ, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি রুবেল আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জুনেদ আহমদ, সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক তুহিন মিয়া, সহ সভাপতি আলী নুর রহমান, সহ সভাপতি শিপন আহমদ, সাধারন সম্পাদক সালেহ আহমদ মুন্না, অর্থ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক লিকছন মিয়া, সিনিয়র সদস্য রাজীব আহমদ, শুভাকাঙ্খী আবু তাহের, রায়হান মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন।

গত এক সাপ্তাহ ধরে রানীগঞ্জ ইউনিয়নের, গন্ধর্বপুর, সুবিধপুর, নারিকেল তলা, কুবাজপুর, ইছগাও, আছিমপুর, নোয়াগাঁও, বাগময়না তাজপুর সহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০শত পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

যাযাদি্ িসেএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে