জগন্নাথপুরে বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও ঔষধ দিচ্ছে মেডিকেল টিম

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ২০:৩৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়েছিল। বন্যার্ত মানুষের জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই মেডিকেল টিম নিয়মিত বন্যার্ত মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

গত একসাপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের ঔষধ সহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসক ডাঃ তানজিম হোসেন, ডাঃ শহিদুল কাউছার সহ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সেবা পাওয়া বন্যার্ত মানুষেরা জানান, স্বাস্থ্য সেবাসহ ঔষধ ফ্রি দেয়ায় সরকারকে ধন্যবাদ।

জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা জানান, বন্যা  আসার পর থেকে জগন্নাথপুর উপজেলা প্রতিটি ইউনিয়নে প্রতিটি আশ্রয় কেন্দ্র প্রতিনিয়ত আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। মেডিকেল টিমের পক্ষ থেকে বন্যার্তদের স্বাস্থ্য সেবার পাশাপাশি ফ্রি ঔষধ দেয়া হচ্ছে।

যাযাদি/ এসএম