শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

চকরিয়ায় পিস ইয়াবা উদ্ধারের মূল হোতা অবশেষে গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৬ জুন ২০২৪, ২১:৫৮
ছবি-যায়যায়দিন

কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ৩৭ কোটি টাকা মুল্যের সাড়ে ১২ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের ঘটনার মূল হোতা মোহাম্মদ জাকের হোছাইনকে (৩৬) অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

ইয়াবা উদ্ধারের পর টেকনাফ থেকে গ্রেফতার মো. শাহজাহান এর স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে কক্সবাজার সদরের পুরাতন প্যানোয়া হোটেলের পাশে একটি বাড়ি থেকে জাকের হোছাইনকে গ্রেফতার করা হয়।

জাকের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকার হামিদ হোছাইন এর ছেলে। এসব ইয়াবা পাচারের মূলহোতা জাকের হোছাইন মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। চকরিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল চকরিয়ার খুটাখালী নদীতে জেলে সেজে সারারাত অভিযান চালিয়ে সাড়ে ১২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ।

এ ঘটনায় নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়া মো. শাহজাহানকে পরদিন টেকনাফ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতে তার স্বীকারোক্তি মোতাবেক ইয়াবা পাচারের মূলহোতা জাকের হোছাইনকে গ্রেফতার করে থানা পুলিশ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে