শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি ও ইমরান হোসেন লিখন, বগুড়া প্রতিনিধি
  ২৬ জুন ২০২৪, ১০:২৭
আপডেট  : ২৬ জুন ২০২৪, ১১:০৯
ছবি: যায়যায়দিন

বগুড়া জেলা কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পূর্ব পরিকল্পনামাফিক সুকৌশলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশের বিশেষ তৎপরতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার (২৬ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

বগুড়া জেলা কারাগার থেকে ৪ জন ফাঁসির আসামি জাফলং নামীয় সেলের ২ নং কক্ষের ছাদ ফুটো করে প্লাস্ট্রিকের রশির সাহায্যে দেয়াল বেয়ে কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার জানাজানি হলে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দ শাখা (ডিবি) বগুড়া শহরের সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তাদের তৎপরতায় চেলোপাড়া থেকে পুনরায় আসামিদেরকে গ্রেফতার করে। বর্তমানে তারা ডিবি পুলিশের হেফাজতে আছে ।

পলায়নকৃত চার আসামিরা হলেন- বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

কারাগারের বিশ্বস্থ সূত্রে জানা যায়, দায়িত্বশীল কারাগারের কর্মকর্তা কর্মচারিগণ কারাগারের নিরাপত্তা জোরদারের চেয়েও তাদের ব্যক্তিগত সুযোগ-সুবিধার সন্ধানে অধিক মনোযোগী ছিলেন। জেল সুপার মো. আনোয়ার হোসেন ও জেলার ফরিদুর রেজা রুবেল এর মতো দুই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে দাপ্তরিক কার্যক্রমের সমন্বয়ের অভাব ছিলো বলে নিশ্চিত করেছেন। এমনও জনশ্রুতিও রয়েছে তারা আর্থিক সুবিধা পেলে যেকোন অনিয়ম করতে দ্বিধা করতেন না। তাদের এহেন নৈতিকতা বিবর্জিত ভূমিকার কারণে গার্ডিং স্টাফরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতেন না। প্রতিদিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের সেল তল্লাশির বিধান থাকলেও তারা ঠিকমতো সেলগুলো তল্লাশী করতেন না। চরম দায়িত্ব অবহেলার কারণে এই পলায়নের ঘটনা ঘটেছে বলে অভিজ্ঞ মহলের অভিমত।

এদিকে আজ সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এবং ডিআইজি প্রিজন্স, রাজশাহী বিভাগ মো. কামাল হোসেন জেলা কারাগারের পলায়নের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সেল এলাকাসহ পলায়নস্থান পরিদর্শন করে দায়ী কারা কর্মচারীদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে