অসহায় শিক্ষার্থীর পাশে সেনাজোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ১৪:৪৩

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নানিয়ারচর জোন (১০ বীর) ''সম্প্রীতি ও উন্নয়ন" প্রকল্পের আওতায় জোনের আওতাধীন নানিয়ারচর হাসপাতাল এলাকার গরীব ও অসহায় শারীরিক প্রতিবন্ধী মো. জমির আলমের মেয়ে কলেজ ভর্তি ফি, ড্রেস এবং আনুষঙ্গিক শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্ণেল  তামজিদুর রহমান চৌধুরী(পিএসসি) তিনি নিজেই অসহায় শারীরিক প্রতিবন্ধী মোঃ জমির আলমের মেয়ের জন‍্য আর্থিক সহায়তা প্রদান করেন। 

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং  হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে আসছে।

যাযাদি/ এসএম