ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হওয়ায় নকলায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ১৩:৫৩

নকলা (শেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকার কৃতিসন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নে আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেলে স্থানীয় ব্যবসায়ী বায়েজিদ ট্রেডার্সের মালিক সোহেল রানার আয়োজনে উপজেলার চরমধুয়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে চন্দ্রকোনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এতে চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ইরাদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১১ জুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। রোববার (২৩ জুন) থেকে আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন।

আইএসপিআর সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেন।

সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েরর আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) ও‘অসামান্য সেবা পদক’ (ওএসপি)-এ ভূষিত হন। 

যাযাদি/ এসএম