শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে আকস্মিক পাহাড়ি ঢলে মহারশি নদী প্লাবিত হয়েছে । একদিনে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানিতে নিমিষেই নদী ভরাট হয়ে বন্যায় পরিণত হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা ।
পাহাড়ি ঢলের পানিতে ভাটি এলাকা সহ নিন্মঅঞ্চলের মানুষেরা পানিতে বন্ধি হয়ে পড়ে । ঝিনাইগাতী সদরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে অনেক বাড়ি ঘরে পানি উঠে দূর্ভোগ পোহাতে হয় অনেক পরিবারকে ।
পাহাড়ি ঢলের পানিতে সদ্য রোপণকৃত আমন ফসলের বীজতলা ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে । বন্যার পানির স্্েরাতে উপজেলার দিঘিরপাড় পালপাড়া ও আব্দুল্লাহর বাড়ির শেষ সিমানায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবেশ করে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে । বিকালের সময় সদর থেকে পানি নেমে ভাটি এলাকায় যাচ্ছে ।
দিঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসা নদীর তিরবর্তী হওয়ার ফলে ব্যাপক ঝুঁকিতে রয়েছে । উপজেলার বাঘেরভিটা,কান্দলী,কালিনগর,সারিকালিনগর,বগাডবি, পাগলার মুখ, বনগাঁও, চতল, সূরিহারা সহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে ।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বিকালে বন্যার পানিতে নিমজ্জিত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ঘুরে দেখেছেন । তিনি জানান বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এম