ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত ও দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ

প্রকাশ | ১৮ জুন ২০২৪, ১৭:১১

ফরিদপুর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফরিদপুরের নদী ভাঙন কবলিত দুই হাজার এবং চরাঞ্চলের ১৮২০ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় শহরতলীর সিএমবি ঘাট এলাকার এফডিএ কার্যালয়ে নদী ভাঙ্গন কবলিতদের মাঝে এ মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

এছাড়াও দুপুরে শহরতলীর চর মাধবদিয়া ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র চরাঞ্চলের মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী।

বেনিফিসারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বি এফ এফ এর আয়োজনে ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এর সহযোগিতায় প্রত্যেক পরিবারের মাঝে দুই কেজি করে মাংস দেওয়া হয়।


বেনিফিসারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে মাংস বিতরণের কার্যক্রম পরিচরনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,এ জাতীয় কার্যক্রম ঈদের আনন্দ কে  দরিদ্র পীড়িত মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার সামিল, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে এবং তাদের আত্মীয়-স্বজন সন্তানদের  মাংস তুলে দিতে পারবে।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে এনজিও সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি  বাস্তবায়নে এনজিও সংস্থাগুলি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ও  নিজেদের সম্পৃক্ত করেছেন। আগামী দিনে ও এ ধারা অব্যাহত রাখবেন।

এ সময় স্থানীয় এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস