ঈদের রাতে বগুড়ায় জোড়া খুন 

প্রকাশ | ১৮ জুন ২০২৪, ০৯:১১

বগুড়া প্রতিনিধি
ফাইল ছবি

ঈদের দিন রাতে বগুড়া শহরের নিশিন্দারা হাকির মোড় চকর পাড়ায এলাকায় জোড়া খুন হয়েছে।  দুর্বৃত্তরা রুমন ও শরীফ নামে দুই যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাতে খুন করেছে। ওই এলাকার একটি ইউক্লিপটাস বাগানে তাদেরকে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে বগুড়ার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মৃতদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। 

 কেন এই হত্যাকান্ড তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত করছে পুলিশ। 

যাযাদি/ এস