কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের সাথে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মত বিনিময়

প্রকাশ | ১৫ জুন ২০২৪, ১৯:৫৪

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
ছবি যাযাদি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মুকিতুর রহমান রাফি।

এ সময় তিনি পৌরবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্য সম্মত ভাবে কোরবানি করাসহ কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার পরামর্শ দেন। কোরবানির পর দুর্ষণরোধে দ্রæত বর্জ্য অপসরনের ঘোষনা দেন। এছাড়াও  ময়লা পরিচ্ছন্ন করতে যদি কোন সমস্যা থাকে তা’হলে তাৎক্ষণিত পৌর কর্তৃপক্ষকে অবহিত করার  আহবান জানান।  পৌর মেয়র ঈদে ছেলেদের হাতে মোটরসাইকেল না দেয়ার পরামর্শ প্রদান করেন।

যাযাদি/এসএস