উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ২০:৩০

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তারা বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে সপ্তাহ ব্যাপি আয়োজিত ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় আগত সাধারণ মানুষকে ভূমি সেবা প্রদান করেন ইউএনও মাহেরা নাজনীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী ও ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি। 

উল্লেখ্য, গত ৮ জুন থেকে উপজেলা ভূমি অফিস এবং ৬টি ইউনিয়ন ভ‚মি অফিসে ভ‚মি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। 

সেবা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইনে হোল্ডিং এন্ট্রি, ই নামজারী, হাটবাজার পেরিফেরি ভুক্ত সম্পত্তি ডিসিআর প্রদান, অর্পিত সম্পত্তি ডিসিআর প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হচ্ছে। 

১৪ জুন সপ্তাহ ব্যাপী অয়োজিত ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

যাযাদি/ এম