নোয়াখালীতে রোগীর মঝে ৩ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ১৯:৩৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি-যায়যায়দিন

নোয়াখালীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩১৬ জন উপকারভোগীর মাঝে ৩ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সুবিধাভোগীদের হাতে এ চেক তুলে দেন এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সব সময় অসহায় মানুষের কতঅ চিন্তা করেন। সরকার তাই দুরারোগ্য বিভিন্ন রোগী আক্রান্ত অসহায় লোকদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।

অনুষ্ঠানে জানানো হয়, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এর মধ্যে নোয়াখালী জেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬১২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৩ কোটি ৬ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

যাযাদি/ এম