বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ অনুষ্ঠানে এমপি শিবলী সাদিক

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ১৮:১৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি যাযাদি

দিনাজপুরের বিরামপুরে সমাজসেবা  অধিদপ্তর কর্তৃক বাস্তবিয়িত ক‍্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প‍্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে উন্নতর চিকিৎসা  সেবা সহায়তার জন‍্য চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বৃহস্পতিবার দুপুরে  উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এঁর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর -৬ এর জাতীয় সংসদ সদস‍্য মোঃ শিবলী সাদিক।

একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সঞ্চালিত ও উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, থানা সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) এরশাদ হোসেন, ২ নং কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী,মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ মেজবাউল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

৫৭ জন অসুস্থ রোগির প‍্যত‍্যেককে জাতীয় সংসদ শিবলী সাদিক, উপজেলা নার্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন  ৫০ হাজার টাকার চক প্রদানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মি, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার আরো অনেকেই উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস