হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, সার্ভেয়ার মিঞা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
আলোচনায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ, ভোক্তার স্বার্থ রক্ষাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদসহ নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে "স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।
যাযাদি/ এম