সীতাকুণ্ডে সড়কের উপর গাড়ি পার্কিং, ৮ জনকে জরিমানা

প্রকাশ | ১২ জুন ২০২৪, ২১:২৬

সীতাকুণ্ড প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেল ৪ টায় অভিযানে অবৈধভাবে সড়কের উপর কাভার্ডভ্যানসহ পণ্যবাহী গাড়ি পার্কিং এর অপরাধে ৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  খোকন চন্দ্র ঘোষ । অভিযানকালে হাইওয়ে থানার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন ঈদকে সামনে রেখে যানজট মুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন  স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় বিকেল ৪ টা থেকে একটানা সন্ধ্যা ৬ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

যাযাদি/ এম