১৩ জুন সৈয়দপুরে ট্রেন-ট্রাজেডি দিবস

প্রকাশ | ১২ জুন ২০২৪, ২০:২১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কাল ১৩ই জুন সৈয়দপুরের ট্রেন-ট্রাজেডির নৃশংস গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে হরে আটকেপড়া মাড়োয়াড়ি ও হিন্দু সম্প্রদায়ের পরিবারদেরকে ভারতে পৌছে দেয়ার নাম করে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনে একটি ট্রেনে জড়ো করা হয়। 

এ ট্রেনটিকে রেলওয়ে কারখানার উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় থামিয়ে একে-একে এসব পরিবারকে হত্যা করা হয়। 

এই নৃ-শস হত্যাকান্ড পরিচালনাকারী পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর অ-বাঙালিরা এ ঘটনাকে নাম দিয়েছিল অপারেশন খরচাখাতা। এই বর্বর হত্যাকান্ডে ৪৩৭ জন নারী-পুরুষ ও শিশু প্রান দেয়। 

ট্রেন যাত্রার পুর্বে সৈয়দপুর রেল ষ্টেশনে ৩৭ জন সুন্দর যুবতী মেয়েদেরকে বর্বর খান সেনারা সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে যায়, তাদের আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায় নাই। 

সেদিন এদেরমধ্যে ঘটনা টের পেয়ে ৬৫জন ট্রেন থেকে পালিয়ে প্রানে রক্ষা পায়। এদের মধ্যে কয়েকজন বেঁচে আছেন। 

দিবসটি যথাযথ মর্যাদায় পালনে স্থানীয় শহীদ পরিবারের সংগঠন প্রজন্ম’৭১, রক্তঝরা-৭১’ ও বীর মুক্তিযোদ্ধারা শহীদদের বদ্ধভুমিতে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভার কর্মসূচী হাতে নিয়েছে বলে বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক শহীদ পরিবারের সন্তান মোহসিনুল হক নিশ্চিত করেছেন। 

যাযাদি/ এম