সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মেলান্দহে বেকারি মালিককে জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ১৮:০৬
ছবি যাযাদি

উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রং ও পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরির দায়ে ভাই ভাই বেকারির মালিক চাঁন মিয়া হাজীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ জুন) দুপুরে মেলান্দহ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন, মেলান্দহ সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রং ও পাউডার মিশিয়ে ভোগ্যপণ্য তৈরি করে আসছিলেন ভাই ভাই বেকারির মালিক চাঁন মিয়া হাজী। এমন তথ্যের ভিত্তিতে ওই বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বেকারি মালিক চাঁন মিয়া হাজী তাৎক্ষণিক ১০ হাজার টাকা পরিশোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, ২০০৯ এর ৫৩ ধারায় বেকারি মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে