দুমকিতে ৩০ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর নতুন ঘর

প্রকাশ | ১১ জুন ২০২৪, ১৯:৫২

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সারাদেশে ১৮হাজার ৫শ’৬৬ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের জমি ও নতুন ঘর। 

সকাল ১১টায় গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে আশ্রায়ন প্রকল্প-৩ এর আওতায় তৃতীয় ফেজে নির্মিত আধাপাকা নূতন ঘর সুবিধাভোগী পরিবারে হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দুমকি প্রান্তে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ’র সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক নূর কুতুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী পরিবাদের কাছে জমির দলিল ও নূতন ঘরের চাবি হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুমকি উপজেলায় এ পর্যায়ে ৩০ভ‚মি ও গৃহহীন সুবিধাভোগী পরিবার প্রধানমন্ত্রীর উপহারের জমি ও আধাপাকা নূতন ঘর পেয়েছে।

যাযাদি/ এম