বরগুনার বেতাগীতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বেধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামুলক সভায় আয়োজন করা হয়।
উপেজলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতা এবং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির।
সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার'র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মহাসিন, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, বেতাগী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার প্রমুখ।
উপজেলা ভূমি অফিস চত্ত্বরে দুটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার জানান, উপজেলার ৪টি ইউনিয়নের ভূমি অফিসে একই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
যাযাদি/ এম