রোববার, ৩০ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

চুনারুঘাট উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী বিজয়ী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৬ জুন ২০২৪, ১২:৪৯
ছবি: যায়যায়দিন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে বুধবার (৫ জুন) হবিগঞ্জের চুনারুঘাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ ভোট সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। ঘোড়া প্রতীকের প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চা কন্যা খাইরুন আক্তার কলস প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৮১। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী কাজী সাফিয়া হাঁস প্রতীকে ১২ হাজার ২১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাইয়ূম তরফদার। তিনি মাইক প্রতীকে ২৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী উজ্জ্বল কুমার দাশ বই প্রতীকে ১৯ হাজার ৫১ ভোট পেয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে