ভোলার চরফ্যাশনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জয়নাল আবেদীন আখন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে মোট ৬৮ হাজার ৩৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জয়নাল আবেদীন আখন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী কণ্ঠশিল্পী ফিরোজ কিবরিয়া (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৯৮৫। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (৫জুন) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,ভোলা ও রির্টানিং কর্মকর্তা মো. আলমগীর হোসাইন আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এছাড়া চেয়ারম্যান পদে এ কে এম শাহে আলম (স্বতন্ত্র) হেলিকপ্টার প্রতীকে ৪ হাজার ৯৬৮ ভোট, শহিদুল ইসলাম (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীকে ৫৭১ ভোট, সাহিদা আকতার (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৪৭১ ভোট পেয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. সাদেক মিয়া (স্বতন্ত্র) তালা প্রতীকে ৬৪ হাজার ৬২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল্লাহ আল নোমান (স্বতন্ত্র) বই প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৪৯ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা বেগম মিলা (স্বতন্ত্র) কলস প্রতীকে ৬৭ হাজার ৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী হাসিনা আক্তার (স্বতন্ত্র) ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৫৫ ভোট।
এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৯৫১ জন। এরমধ্যে মোট ভোট দিয়েছে ৮৭ হাজার ৫৮১ জন। মোট ভোটকেন্দ্র ১৩১টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ২২.০১%।
যাযাদি/ এসএম