"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্য নিয়ে পর্যটন জেলা মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,মৌলভীবাজার'র যৌথ আয়োজনে বুধবার সকালে আদালত সড়কের কাশিনাথ-আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী'র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন'র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদ'র প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর'র সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম, জালালাবাদ গ্যাস প্লান্ট শেবরন বাংলাদেশ'র প্রতিনিধি মোঃ ইমাম হাসান প্রমুখ। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বৃক্ষ ও সনদ উপহার দেন অতিথিরা।
যাযাদি/ এসএম