ঝিনাইগাতীতে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ১১:৫৫

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে । 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ক গ্রুপে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও গরুচরণ দুধনই উচ্চ বিদ্যালয় খ গ্রুপে আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় ও মালঝিকান্ধা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে । 

এর আগে দুর্নীতি দমন কমিশনের শেরপুর ও জামালপুর জেলার উপ পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দুর্নীতি প্রতিরোধের কলাকৌশলী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল । 

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় বিচারক মন্ডলী হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি, সহকারী শিক্ষক রোস্তুম আলী,  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । দুর্নীতি প্রতিরোধে সাহসী ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন । পরে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট প্রধান করা হয় ।


যাযাদি/ এসএম