দুমকিতে চেয়ারম্যান প্রার্থী কাওসার আমীনকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ২০:১৯

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ কাওসার আমীন হাওলাদারকে তার প্রতিদ্বন্দি মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ হাওলাদার কর্তৃক  হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। 

সোমবার বিকেল ৫টায় উপজেলার নিউ স্টার চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দেয়া আনুষ্ঠানিক বক্তৃতায় কাওসার আমীন হাওলাদার এসব অভিযোগ করেছেন।

গত রবিবার রাত সাড়ে ৯ টায় আংগারিয়া ইউনিয়নের রূপাশিয়া গ্রামে নির্বাচনী গণসংযোগে গেলে তার (কাওসার আমীন) ওপর মোটর সাইকেল কর্মী সমর্থকদের হামলা হয়েছে উল্লেখ করে বলেন, মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুণ অর রশীদ হাওলাদারের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি এ দফায় কোন রকম প্রাণে বেঁচে গেছেন। এর আগেও কয়েক দফায় তাকে এবং কাপ পিরিচ সমর্থকদের ওপর একাধিকবার হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের মাঠ থেকে তাকে সরিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে নির্বাচনী পরিবেশ অশান্তসহ সকল ধরণের ক্ষয়ক্ষতির জন্য তিনি তার প্রতিদ্বন্দি প্রার্থী হারুণ অর রশীদ হাওলাদারকে দায়ী করেছেন। 

অভিযোগ অস্বীকার করে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ হাওলাদার বলেন, হামলার ঘটনায় তার কোন কর্মী বা সমর্থক জড়িত  নয়। 
এটি তাদের সাজানো নাটক।

সংবাদ সম্মেলনে তার নির্বাচনী সহকর্মী, জেলা ও উপজেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম