বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  ০৩ জুন ২০২৪, ১২:২৬
ছবি: যায়যায়দিন

চরফ্যাশন উপজেলার চর পাতিলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) সকালে ভোলা জেলার এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর হাতে এসব শুকনো খাবার তুলে দেয়া হয়।

এসময় ৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে মাইনুল হক, মাষ্টার হাসান, কবির হোসেন, আনোয়ার হোসেন, মো: সোহেল, ডাঃ মাজেদ, মাহাবুবুর রহমান, স্মরণ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ভোলা জেলার এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের থেকে টাকা উত্তোলন করে ঘূর্ণিঝড় দুর্গত চর পাতিলার অসহায় মানুষের জন্য এসব খাদ্য সহায়তা তুলে দেন। এছাড়াও ইতিপূর্বে তাঁরা ভোলা জেলার অসংখ্য অসহায় মানুষের চিকিৎসা সেবা, বাসস্থান ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। স্বার্থহীন এমন কর্মকান্ডের জন্য সমাজের অনেক প্রশংসা অর্জন করেছেন ভোলা জেলার এসএসসি ৯৯ ব্যাচ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে