অবশেষে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে ৩য় বারের মতো লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও ২বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ।
৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে কইমাছ প্রতীকে ৩২ হাজার ৯শত ২২ ভোট পেয়েবেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফজুল আলম মাহফুজ (মোটরসাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট।
এদিকে বিজয়কে জনগনের অকুন্ঠ ভালোবাসার অর্জন বলে উল্লেখ করে তিনি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে পরিষদ নির্বাচনে অন্যন্যদের মাঝে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৩ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আরিফ আল হাসান (টিয়াপাখি)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ (চশমা) পেয়েছেন ১৪ হাজার ২৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে (ফুটবল) ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সাংবকদিক পত্নি প্রিয়া আক্তার নির্বাচিত হয়েছেন প্রিয়া
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈমা আক্তার সুমী (প্রজাপতি) পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট।
এছাড়াও মোঃ আমিরুল ইসলাম আলম ( আনারস) ৬ হাজার ৯ শত ৪৮, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল (ঘোড়া) ৭ হাজার ৪৬ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ মোট কাস্টিং ভোট ৭২ হাজার ৬৫১ ভোট যা মোট ভোটারের শতকরা ৫৬.৩৮।
যাযাদি/ এম