রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ডামুড্যায়| মোটরসাইকেল ও আনারসকে হারিয়ে ঘোড়ার জয়

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ১২:০২
আপডেট  : ৩০ মে ২০২৪, ১৪:৫১
ছবি-যায়যায়দিন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী আলমগীর হোসেন ও আনারস মার্কার প্রার্থী আব্দুর রহমান বাবলু সিকদারকে পরাজিত করে ঘোড়া মার্কার প্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজ বিজয় নিশ্চিত করেছেন। বুধবার (২৯ মে) সারাদিন শান্তিপূর্ণ ভোট গ্রহনে শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জানাগেছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা নিয়ে জেলা যুবলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গোলন্দাজ, আনারস মার্কা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার ও মোটরসাইকেল মার্কা নিয়ে আলমগীর হোসেন মাঝী প্রতিদ্ধন্ধীতা করেন

নির্বাচন শেষে আব্দুর রশিদ গোলন্দাজ (ঘোড়া মার্কা) ২৪ হাজার ৯৮ ভোট, তার নিকটতম প্রার্থী আলমগীর হোসেন মাঝী (মোটরসাইকেল মার্কা) পেয়েছেন ১৩ হাজার ৭ শত ১৫ ভোট, আব্দুর রহমান বাবলু সিকদার (আনারস মার্কা) পেয়েছেন ১০ হাজার ৬ শত ৩৪ ভোট। তবে ডামুড্যা উপজেলা নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়।

তাছাড়া উপজেলায় মোট ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে বিএম সাত্তার (তালা মার্কা) নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫শত ৮৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করছেন, মোহাম্মদ রোকনুজাম্মান খাঁন (মাইক মার্কা) নিয়ে পেয়ছেন ১৫ হাজার ২শত ১৭ ভোট, মোঃ কামরুল হাসান (চশমা মার্কা) নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬ শত ৬৯ ভোট, কালাম চৌকিদার (টিউবওয়েল মার্কা) নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শত ৯২ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে শাহানাজ আক্তার মায়া (সিলিং ফ্যান মার্কা) ১৯ হাজার ৮ শত ৫৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন, খাদিজা খানম (সেলাইমেশিন মার্কা) ১৩ হাজার ৫ শত ৯৪ ভোট, রেহেনা আক্তার (কলস মার্কা) ৮ হাজার ৩ শত ৮৮ ভোট, কামরু নাহার (হাসঁ মার্কা) ৩ হাজার ৭ শত ০১ ভোট, জিয়াজুল জান্নাত (ফুটবল মার্কা) ৩ হাজার ১ ভোট।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে