নাটোরে ২ লক্ষ ৪৮ হাজার ৫৯৫ শিশু খাবে ভিটামিন ‘এ' ক্যাপসুল

প্রকাশ | ২৮ মে ২০২৪, ১৭:৪৩

নাটোর প্রতিনিধি
ছবি যাযাদি

নাটোরে ২ লক্ষ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পহেলা জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নাটোরের সিভিল সার্জন।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে নাটোরে কর্মরত জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে  অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান। ক্যাম্পেইনের নানা বিষয় নিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. মো. রাসেল। ডা. মো. মশিউর রহমান জানান,  ১ জুন অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ১৩৮৮ টি কেন্দ্রে মোট ২ লক্ষ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। সেখানে ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। নাটোর পৌরসভাসহ জেলার নয়টি পৌরসভা ও  ৫২টি ইউনিয়নে একযোগে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নির্ধারিত কেন্দ্র ছাড়াও রেলস্টেশন, হরিশপুর বাস স্ট্যান্ড ও ভবানিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ক্যাপসুল খাওয়ানো হবে।


যাযাদি/এসএস