থানচিতে মধু উৎপাদনকারীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি

প্রকাশ | ২৭ মে ২০২৪, ১৭:১৮

থানচি, বান্দরবান প্রতিনিধি
ছবি যাযাদি

প্রথমবারের মতো বান্দরবানে থানচি উপজেলার বান্দরবান কৃষি ও পুষ্টি সংস্থা বানির জন্য প্রশিক্ষণ - আইজিএ মধু উৎপাদনকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূল লক্ষ্য মধু উৎপাদনের জন্য মৌচাক সংগ্রহ,লালন পালন,রক্ষনাবেক্ষণ পদ্ধতি,সংরক্ষণ, পরিচর্চা, মৌচাকের পুষ্ঠি খাদ্য প্রদানসহ মৌচাক পরিচর্চা জন্য প্রয়োজনীয় উপাদান বিতরন করা হয়েছে। বাংলাদেশ সরকার,দাতা সংস্থা হেলেন কেয়ার,ইউনেটেট স্ট্যাট এজেন্সী ইউসাইড যৌথ অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস'র বানী প্রকর্পের আওতায় থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে  ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৩ মে শুরু হয়ে ২৭ মে সোমবার বিকেলে সমাপ্তি ঘটে।

 সমাপনি দিনে প্রশিক্ষণার্থীদের প্রতিজনকে  বিহাই মৌ বক্স ১টি,বিহাই টুলস ১টি,কুহন গেইট ১টি,মোখোস ১টি, হাত মৌজা ১ টি, নেট ঝুড়ি ১টি,মৌচাক কাটা ছুড়ি ১টি,কুইন এক্স লেডার ১টি এবং যৌথভাবে মধু নিস্কাশন যন্ত্র ২ টি বিনামূল্যে মোট ২০জন মৌচাক চাষীকে  বিতরণ করা হয়। অনুষ্ঠিত মৌচাক উৎপাদনকারী প্রশিক্ষক আলী আহম্মেদ, ৫ দিন ব্যাপী হাতেনাতে প্রশিক্ষণ দিয়েছে।

সমাপনি দিনের গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস বানী প্রকল্পের  মাঠ কর্মকর্তা উশৈহ্লা মারমা সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও উপসহকারী কর্মকর্তা বিশ্বজিদ দাশ গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, টিমং পাড়া সরকারী প্রা: বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সত্য মনি ত্রিপুরা, প্রশিক্ষক আলী আহম্মেদ, গ্রাউসের বানী প্রকল্পের মাঠ কর্মকর্তা চিংথোয়াইপ্রু মারমা প্রমূখ বক্তব্য রাখেন।

যাযাদি/এসএস