আড়াইহাজারে স্ত্রী হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯

প্রকাশ | ২৪ মে ২০২৪, ১৮:৪৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের জন্য আগুন দিয়ে পুড়িয়ে স্ত্রী হত্যার অভিযোগে দায়ের কৃত মামলার গ্রেফতারী পরওয়ানায় সোলাইমান (৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাথে মাদকসহ অন্যান্য মামলার আসামি ও বিভিন্ন অভিযোগে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহষ্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

আড়াইহাজার থানার এএসআই আবু তাহের জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের ফজর আলীর পুত্র সোলাইমান তার স্ত্রী একই গ্রামের ইসমাইলের কন্যা মাফিয়া (২২) কে যৌতুকের জন্য গ্যাসের চুলার আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। 

এ ব্যাপারে থানায় মামলা হলে ঘটনার পর প্রায় ১৩ বছর পলাতক থাকার পর বৃহষ্পতিবার রাতে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার নামে দুটি গ্রেফতারী পরওয়ানা রয়েছে। তা ছাড়া মাদক মামলায় এক মহিলা আসামীসহ বিভিন্ন অভিযোগে  আরও ৮ জনকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

যাযাদি/ এসএম