রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

গোসাইরহাটে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি বিতরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ১৮:৪৮
ছবি যাযাদি

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে সহযোগিতায় ৩ জন ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

গোসাইরহাট উপজেলা দারিদ্র নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন ও ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার লক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর আবাসন, বিকল্প কর্মসংস্থানের জন্য ভিক্ষুকমুক্ত উপজেলা গঠনের অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩-মে) বিকাল ৫টার সময় উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে ৩টি ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভার মেয়র আবদুল আউয়াল সরদার, সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রব সরদারসহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে