বকশীগঞ্জে মাদক বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২২ মে ২০২৪, ১৮:২৫

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
ছবি যাযাদি

জামালপুরের বকশীগঞ্জে “ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগান নিয়ে মাদক প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর ভূমিকা নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বুধবার (২২ মে) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মাদক বিরোধী কার্যক্রম নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

ধানুয়া কামালপুর ইউনিয়ন ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এই ইউনিয়নের মাদক প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সচেতন হয়ে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ, পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধ, আত্মহত্যা প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।

এসময় ধানুুয়া কামালপুর ইউনিয়ন বিট অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ উপস্থিত ছিলেন।


যাযাদি/এসএস