রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নেত্রকোনায় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, কে হচ্ছেন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২০ মে ২০২৪, ১৩:১৯
ছবি: যায়যায়দিন

নেত্রকোনায় ২য় ধাপে তিনটি উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আজ সোমবার ভোটের সরঞ্জামাদি নিয়ে স্ব স্ব প্রিজাইডিং অফিসারগণ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

জানা গেছে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। প্রার্থীরা হলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খানের পুত্র জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হাসান খান অভ্র (হেলিকপ্টার), জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল আলম ফারাস হীরা (দোয়াত কলম), সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক (কাপ পিরিচ), সদর উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট জি.এম খান পাঠান বিমল (মোটর সাইকেল), সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান (আনারস), সাবেক ছাত্রনেতা একেএম আজহারুল ইসলাম অরুন (ঘোড়া)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী। কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান এনিয়ে সর্বত্রই জোর আলোচনা শোনা যাচ্ছে।

সদর উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভোটের উপকরণ সমূহ বুঝিয়ে দেয়া হচ্ছে।

জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ২য় ধাপের ভোটের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে