নেত্রকোনায় ২য় ধাপের প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময়

প্রকাশ | ১৮ মে ২০২৪, ১৪:০৯

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ছবি-যায়যায়দিন

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রির্টানিং অফিসার মো. রাফিকুজ্জামান, মো. আব্দুর রহিম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম, মোছা. হোসনে আরা প্রমুখ। 

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ২১ মে ২য় ধাপের নির্বাচনে আচরনবিধি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ এবং কেন্দ্রে ফলাফল ঘোষনায় সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।     

যাযাদি/ এসএম