লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০৯:৪২

লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

হবিগঞ্জের লাখাইয়ে  চাঞ্চল্যকর দলিল লেখক শাহ আমজাদ হোসেন নয়ন হত্যার ঘটনায় নারী সহ ৪ জনকে আটক করেছে লাখাই থানা পুলিশ। 

পুলিশ সুপারের নির্দেশ মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক দাম (ওসি তদন্ত) তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আব্দুল আওয়াল এর স্ত্রী জ্যোসনা আক্তার( ৪২) মেয়ে স্বামী পরিত্যক্ত রত্না আক্তার (২৫) কে আটক করে এবং তাদের তথ্য অনুযায়ী  জিরুন্ডা গ্রামের সোয়াব আলীর পুত্র ইকবাল কে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রাম থেকে এবং গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে  পশ্চিম বুল্লা গ্রামের আব্দুল আওয়াল এর পুত্র হারুন  মিয়া ওরপে ফারক  (২৭) কে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে  সেলফোনে আলাপকালে জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে  এবং আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যার সাথে তাদের সম্পৃক্ততা আছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। রহস্য উদঘাটনে গ্রেফতার কৃতদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে  সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার লাখাইর পিলখানা হাওড়ে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। 
 
পরবর্তীতে মৃতের স্ত্রী ও পরিবারের লোকজন লাখাই থানায় গিয়ে নয়নের পরিহিত প্যান্ট, গেঞ্জি, কোমরের বেল্ট ও মরদেহের সাথে থাকা জিনিস দেখা তার পরিচয় সনাক্ত করেন বলে বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের।

যাযাদি/ এসএম