রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৬ মে ২০২৪, ১৯:২৪
ছবি যাযাদি

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাসিক ১নং ওয়াডের সিদ্ধিরগঞ্জে হীরাঝিলে গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১৮টি স্টলে তাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন। উক্ত মেলায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের আইআইসিটি বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, সোনারগাঁয়ের কাঁচপুর মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ ও সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজসহ ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়জিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বুয়েট এর ড. মোঃ কায়কোবাদ, ড. রিজওয়ান রিয়াজ এবং গিয়াস উদ্দিন ইসলামিক কলেজের সদস্য জিএম কায়সার এবং ভাইস প্রিন্সিপাল মীর মোঃ মোসাদ্দেক হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট দেওয়া হয়। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে