মির্জাগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশ | ১৬ মে ২০২৪, ১৮:৩৪
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী খামারবাড়ি কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
বরিশাল -পটুয়াখালী -ভোলা-ঝালকাঠি-বরগুনা-মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলাউদ্দীন মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, আবদুল বারেক সিকদারসহ কৃষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে এক বর্নাঢ্য রেলী বের হয়ে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
মেলায় ৮টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এবং উপস্থিত কৃষকদের মধ্যে তিন শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
যাযাদি/ এম