গফরগাঁওয়ে দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা 

প্রকাশ | ১৬ মে ২০২৪, ১৬:৩৭

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ‘অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতি বিস্তারের প্রধান অন্তরায়’ এই প্রতিপাদ্যোর  পক্ষে বিপক্ষে অংশ নেয় ইসলামিয়া সরকারি হাই স্কুল  ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।  

প্রতিযোগীতার বিপক্ষের দল খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সাধারণ সম্পাদক রফিকুল বাসারের‌ সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা দুদক কার্য্যালয়ের   উপ- সহকারী পরিচালক মোঃ রেজওয়ান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁঞা, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহিনূজ্জামান খান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের প্রমুখ।  পরে  বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় ।  

যাযাদি/ এম