রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ডামুড্যায় গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৬ মে ২০২৪, ১৪:৩০
ছবি-যায়যায়দিন

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শরীয়তপুরের ডামুড্যায় গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক' ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র আয়োজনে ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়।

উপজেলা কো-অর্ডিনেটর উৎপল মন্ডল এর সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, ডিষ্টিক্ট ম্যানেজার মোঃ আল ফারুক গাজী।

এ সময় ডিষ্টিক্ট ম্যানেজার মোঃ আল ফারুক গাজী বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে (গ্রাম আদালত) মিমাংসা যোগ্য মামলা গুলো গ্রাম আদালতে নিষ্পত্তি হলে নিষ্পত্তি করে নিতে হবে। এছাড়া গ্রাম আদালতের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আর্থিক ও কারিগরি সহযোগিতা ইউরোপীয় ইউনিয়ন (ইউএনডিপি)'র সহযোগিতায় ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, সাংবাদিক আরিফ বিল্লাহ নাছিম, ভেদরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল হোসেন প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে