চুয়াডাঙ্গায় সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ মে ২০২৪, ১১:৫৬ | আপডেট: ১৬ মে ২০২৪, ১১:৫৮

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
ছবি-যায়যায়দিন

চুয়াডাঙ্গার কেরু চিনিকলের আখচাষীদের নিয়ে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসারআই) ঈশ্বরদীর আয়োজনে এবং আখের সাথে সাথীফসল হিসাবে মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে বুধবার বেলা ১১ টায় দর্শনা দক্ষিন চাঁদপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিএসারআই'র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মো.আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসারআই'র মহাপরিচালক ড.মো.ওমর আলী। এ সময় তিনি বলেন, আখের সাথে আমরা ভুট্টা, সরিষা, মুগডাল, মুশুর ডাল, ফুলকপি, বাঁধাকপি, পিঁয়াজ, রশুন, আদা, টমেটো ইত্যাদি চাষ করতে পারি। এতে করে আপনাদের লাভের পরিমাণটা বেশি হবে। পরিকল্পনা করে আখ চাষ করুন। তার সাথে সবজি-মসলা জাতীয় ফসল চাষ করুন। এতে আপনারা অধিক লাভবান হবেন নিশ্চিতভাবেই। তিনি আরও বলেন, সবাই একই ফসলের চাষ না করে পরিকল্পনা মাফিক আখের সাথে ভিন্ন ভিন্ন সাথী ফসলের চাষ করবেন।’

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন আখচাষী রাজিদুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিএসারআই'র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের ইনচার্জ মো.ওমর খৈয়াম। 

এরপর বক্তব্য রাখেন বিএসারআই'র মৃত্তিকা ও পুষ্টি বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি ও অর্থনীতি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.কামরুজ্জামান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা রাশেদুল ইসলাম পাভেল। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেরু এন্ড কো¤পানী চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (কৃষি) মাহবুবর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিএসআরআই’র বৈজ্ঞানকি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

আখচাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আবু আওয়াল, শাজাহান আলী, শামীম হোসাইন, হাবিবুর রহমান। এলাকার ৮০ জন আখচাষী মাঠদিবসের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শুরুর আগে সবাইকে নিয়ে দক্ষিণ চাঁদপুর ইউনিটের অধীন তৈয়ব আলীর আখক্ষেত পরিদর্শন করেন বিএসারআই'র মহাপরিচালক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

যাযাদি/ এস